ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সাঘাটায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সোহম সাহা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উল্যাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সোহম উল্যাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজন সাহার ছেলে।  

সাঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, সকালে উল্যাবাজার-সাঘাটা সড়ক পার হচ্ছিল সোহম। এ সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।