ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কান্না থামছে না ৭ মাসের শিশু হোসাইনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, সেপ্টেম্বর ২৩, ২০২৩
কান্না থামছে না ৭ মাসের শিশু হোসাইনের

ঝালকাঠি: রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন প্রাণ হারিয়েছেন। এ সময় ওই পরিবারের সাত মাস বয়সী শিশু হোসাইন মোহাম্মদ প্রাণে বেঁচে যায়।

এখন নিজের আশপাশে শুধু বাবা-মাকে খুঁজছে অবুঝ শিশুটি। তাদের কাছে না পেয়ে ক্রমাগত কেঁদে চলেছে হোসাইন। কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না তার।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে এই হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।

বাবা-মা হারানো শিশু হোসাইনের গগনবিদারী চিৎকারে ভারী হয়ে উঠেছে বাড়ির আশপাশ। তার কান্না শুনে কাঁদছে পাড়া প্রতিবেশিরাও। স্বজনদের পাশাপাশি প্রতিবেশীরাও হোসাইনের কান্না থামানোর চেষ্টা করছেন।

শিশু হোসাইনের ফুপু নাসরিন আক্তার বলেন, কিছুতেই আমার ছোট বাবার (হোসাইন) কান্না থামছে না। সে এখন আমার সঙ্গেই থাকবে। কিন্তু বাবা-মায়ের অভাব কি করে পূরণ করব? সবাই ওর জন্য দোয়া করবেন।  

হোসাইনের দাদা নাসির হাওলাদার বলেন, আমার ছেলে, ছেলের বউ ও নাতনীর মরদেহ শুক্রবার রাত ৩টার দিকে ঝালকাঠিতে নিয়ে এসেছি। সকাল ৯টায় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আমার সাত মাস বয়সী নাতি হোসাইন মোহাম্মদকে আল্লাহ আমাকে চিহ্ন হিসেবে রেখেছেন। ওকে মানুষের মতো মানুষ করব।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।