ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
মুরাদনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে মো. আলম মিয়া (৫৬) এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আলম মিয়া আকুবপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে। তার পরিবারে ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কৃষিকাজের পাশাপাশি গরু পালন ও আকুবপুর বাজারে পোল্ট্রির দোকান ছিল আলম মিয়ার। বেলা ১২টার দিকে মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন তিনি। এসময় বজ্রপাতে মারা যান আলম।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।