ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
কাঁচপুরে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ে ছয় কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তাকে মাদক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কাঁচপুর নয়াবাড়ি অনন্ত গার্মেন্টসের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম সোহাগ সরকার (৩৩)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের শামসুল সরকারের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বৃহস্পতিবার ছয় কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।