ঢাকা: সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
মাত্র ১৭ মিনিটের ব্যবধানে শুক্রবার রাত ৩টা ২ মিনিটে আবদুস সাত্তার ভূঁইয়া ও ৩টা ১৯ মিনিটে এ কে এম শাহজাহান কামাল মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমইউএম/আরবি