ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে আওয়ামী লীগ অফিস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সোহরাব খালাসী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

পরে এ ঘটনায় একই এলাকার আব্দুস ছালাম খালাসী নামে এক ব্যক্তি বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসীসহ অজ্ঞাত আরও তিন/চারজনের নামে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসী ও ছালাম খালাসীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।  

পরে তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সোহরাব খালাসী ও ছালাম খালাসীর মধ্যে দ্বন্দ্বের বিষয়টি জানতে পারে পুলিশ। এবং ছালাম খালাসীকে ফাঁসানোর জন্য আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনা ঘটায় সোহরাব খালাসী। পরে সোহরাব খালাসীর বিরুদ্ধে এজাহার দায়ের করে জেলহাজতে পাঠায় পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি সোহরাব খালাসীকে গ্রেপ্তার করে আদালতের মাধম্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।