মেক্সিকোর এক গির্জায় ব্যাপ্টিজম অনুষ্ঠান চলাকালে ছাদ ধসে ৭ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন আটকা পড়ে আছে।
পুলিশ বলছে, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।
ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে। এটি বেশ কঠিন সময়। প্রভু আপনাদের সাহায্য করুন। ’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, স্থানীয় লোকজন ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে মরিয়া হয়ে কাজ করছে। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষদের নীরব থাকার অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কিনা তা শোনা সম্ভব হয়।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এমএম