ঢাকা: রাজবাড়ী জেলার সদর থানার আলোচিত ধর্ষণ মামলায় পলাতক একমাত্র আসামি কামরুল ইসলাম পারভেজকে (৩০) রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২ অক্টোবর) সকালে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল ও র্যাব-১ এর সহযোগীতায় রাজধানীর ভাটারা থানানা এলাকায় একটি যৌথ অভিযান চালায়। অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার পলাতক আসামি মো. কামরুল ইসলাম পারভেজ গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। আসামি পারভেজ মামলা পর থেকে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা,অক্টোবর ২,২০২৩
এমএমআই/এমএম