ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:৪১ পিএম, অক্টোবর ২, ২০২৩
বাড্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় মজিবুল হক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মৃত ব্যক্তির মোবাইল ফোন থেকে প্রাথমিকভাবে তার নাম ঠিকানা জানতে পারে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে উত্তর বাড্ডা প্রগতি সরণির ওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটে।  

পরে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রগতি সরণির ওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার উপ -পরিদর্শক (এসআই) গোলাম পারভেজ।  

এসআই জানান, নিহত ব্যক্তির মোবাইল ফোনের মাধ্যমে তার নাম-পরিচয় গেছে। ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার লালাখান গ্রামে। সাভার নবীনগরে মেয়ের বাসায় এসেছিলেন তিনি। ঘটনার পর পরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বিস্তারিত আরও জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলাদেশ সময়: ৬:৪১ পিএম, অক্টোবর ২, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।