ঢাকা: যাত্রাবাড়ীর কাজলা এলাকায় টোল আদায়কারী ও ট্রাক শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় যানবাহনের ধাক্কায় বাদশা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে সিটি টোল আদায়কারীদের সঙ্গে ও ট্রাক শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এ সময় বাদশা নামে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় যেকোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
মফিজুল আলম জানান, এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আর নিহত বাদশা সিটি টোল আদায়কারীদের পক্ষের লোক। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এজেডএস/আরবি