ঢাকা, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৪ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
টাঙ্গাইলে ৪ মাদকসেবীর কারাদণ্ড

টাঙ্গাইল: শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিতরা হচ্ছেন শহরের কালিপুর এলাকার নগা কর্মকারের ছেলে উদয় কর্মকার (৩৫), বেড়াডোমা এলাকার পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), সদর উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হোসেন মিয়া (২৯) ও বেলটিয়া বাড়ী গ্রামের মো. আবু সাইদের ছেলে মো. ফজলু (৪২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার এমন তথ্য পেয়ে, ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, উদয় কর্মকারকে এক বছর ও বাকি তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।