ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, অক্টোবর ৬, ২০২৩
নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি

নেত্রকোনা: অব্যাহত ভারি বর্ষণে নেত্রকোনার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে হুমকিতে আমন ফসল।

শুক্রবার (০৬ অক্টোবর) অতিবৃষ্টিতে জেলার কংস, সৌমেশ্বরী, ধনু, মগড়াসহ বিভিন্ন নদ-নদীতে পানি বেড়ে গিয়ে কিছু কিছু নিম্নাঞ্চল এলাকায় ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সরোয়ার জাহান জানান, টানা তিনদিনের অতিবৃষ্টিতে কংস, সৌমেশ্বরী, ধনু ও মগড়াসহ বিভিন্ন নদ-নদী পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, অব্যাহত ভারি বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। তবে কিছু কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ১১ হাজার ৮৮২ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩ 
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।