ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে চোলাইমদসহ ২ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, অক্টোবর ৬, ২০২৩
রাঙামাটিতে চোলাইমদসহ ২ নারী আটক

রাঙামাটি: জেলায় পুলিশের অভিযানে চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটক নারীরা হলেন আনোয়ারা বেগম আনু (৫২) ও শিরিন বেগম (২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীর স্ক্রাব কলোনিতে। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩ 
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।