ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

 

শাহারা একই গ্রামের নুকছার আলীর স্ত্রী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শুক্রবার বিকেলে শাহারা বেগম মুরগি ফার্মের ঘরে ফ্যানের সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে লালপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।