ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি আটক

রাজশাহী: জেলায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। নগরীর ডাঁসমারী খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটক মাদক কারবারির নাম হাফিজ উদ্দিন (২১)। তিনি চরখিদিরপুর মধ্যচর গ্রামের আহসান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড়ের সাজদারে বাড়ির সামনে বটতলার নিচে এক মাদক কারবারি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করে হাফিজ উদ্দিন। তবে তাকে ধাওয়া দিয়ে আটক করে র‍্যাব। আটকের পর তার দেহ তল্লাশি করে ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়েছে, র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।