ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর মিরপুরের দারুস সালামের নীলকুঠি এলাকায় ছুরিকাঘাতে সজীব হোসেন ফরিদ (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে নীলকুঠি মেটারনিটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সজিবের বন্ধু মো. রানা জানান, সজীব দারুস সালাম ফাস্ট কলোনি কবরস্থান রোডে খালার বাসায় থাকেন। ওই এলাকায় স্কাই নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর ও রুবেল। স্থানীয় নাবিল খান, অতুল, পিয়েল, রাকিব, তামিম, আনিস তাদের কাছে চাঁদা দাবি করতেন। এর আগে চাঁদার দাবিতে রুবেলকেও মারধর করেছিলেন তারা।

তিনি আরও জানান, রাতে একা পেয়ে নাবিল, অতুলসহ আরও কয়েকজন সজিবকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে দুটি হাসপাতাল ঘুরে সর্বশেষ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত সজিবের বাম হাত, মাথায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।