ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

মগবাজারে হোটেলে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
মগবাজারে হোটেলে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মগবাজারে হোটেল রয়েল ইন্টারন্যাশনালের একটি রুম থেকে ফাঁস দেওয়া অবস্থায় নাসিম হোসেন (১৮) নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৮ অক্টোবর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসিম যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। সেখানে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পড়তেন।

আবুল হাসান জানান, শনিবার (৭ অক্টোবর) রাতে হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি জানান, নাসিম যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ওলিয়ার রহমান। তিনি সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায় এসে মগবাজারে অবস্থিত ওই হোটেলে ওঠেন।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মানসিক সমস্যা ছিল নাসিমের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।