ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে চালককে হত্যা করে রিকশা ছিনতাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
সাভারে চালককে হত্যা করে রিকশা ছিনতাই 

সাভার (ঢাকা): সাভারের ভাকুর্তা ইউনিয়নে রমজান আলী (৪৮) নামে এক চালককে হত্যার পর তার রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

রোববার (৮ অক্টোবর) দুপুরে মডেল থানার ভাকুর্তা ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আসওয়াদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে শনিবার (৭ অক্টোবর) রাত ১১টার পর যেকোনো সময় ভাকুর্তার কাইসার চর তালবাগের পাশে এ ঘটনা ঘটে।  

রমজান ভাকুর্তা ইউনিয়নের সেমলাসি ভাড়ারিয়াপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।  

সাভার মডেল থানার ভাকুর্তা ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আসওয়াদুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে আমাদের কাছে খবর আসে সড়কে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা পেঁচানো ছিল। শনিবার রাত ১১টার পরে যেকোনো সময় এ ঘটনা ঘটাতে পারে ছিনতাইকারীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা মামলা দায়ের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।