ঢাকা: ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন (সংশোধন) ২০২৩ পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৯ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে এই আইনটি উপস্থাপন করা হয়েছিল।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনটির বিষয়ে মন্ত্রিসভা থেকে বলা হয়েছে, এটি আরও পরীক্ষা করা দরকার। অংশীজনদের আরও মতামত লাগবে। যে কারণে আইনটি ফেরত পাঠানো হয়েছে।
২০০৫ সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল। বিদ্যমান পরিস্থিতিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এমআইএইচ/এমজে