ঢাকা: চীনের শান্তি ও নিরস্ত্রীকরণ বিষয়ক সংগঠনের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
সোমবার (৯ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের রাজধানী বেইজিং এর পথে যাত্রা করবেন তিনি।
সফরকালে তিনি চীনের শান্তি ও নিরস্ত্রীকরণ বিষয়ক সংগঠনের বিভিন্ন আলোচনা এবং এশিয়ার ভূরাজনীতি বিষয়ক নানা সভায় যোগদান করবেন।
এছাড়াও তিনি চীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
আরকেআর/আরআইএস