ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৬৯২ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
হবিগঞ্জে ৬৯২ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

হবিগঞ্জ: হবিগঞ্জে ৬৯২টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

 

জেলার নয়টি উপজেলায় ৬০৯টি এবং ছয়টি পৌরসভায় ৮৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এগুলোর মধ্যে ১৩টি ব্যক্তিগত ও বাকি সব সার্বজনীন বলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

নয়টি উপজেলার মধ্যে সদরে ৪২টি, শায়েস্তাগঞ্জে ১২টি, লাখাইয়ে ৭০টি, আজমিরীগঞ্জে ২৯টি, বানিয়াচংয়ে ১২৮টি, চুনারুঘাটে ৭৮টি, মাধবপুরে ১০৭টি, বাহুবলে ৫৪টি ও নবীগঞ্জ উপজেলায় ৮৯টি মণ্ডপ তৈরি করা হয়েছে।

এছাড়া পৌরসভাগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ পৌরসভায় ৩৬টি, শায়েস্তাগঞ্জ, আজমিরীগঞ্জ ও চুনারুঘাট পৌরসভায় আটটি করে এবং মাধবপুরে ১৩টি ও নবীগঞ্জ পৌরসভায় ১০টি।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। ধর্ম যার যার উৎসব সবার স্লোগানে আমরা শান্তিপূর্ণভাবে এবারও পূজা উদযাপন করতে চাই।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।