ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৩০০ প্লেট কাচ্চি চেয়ে ওসির চিঠি, তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
৩০০ প্লেট কাচ্চি চেয়ে ওসির চিঠি, তদন্ত কমিটি

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল কামালের বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম কমিটির সদস্য।

সূত্র জানায়, পুলিশিং ডে ও দুর্গাপূজা উদযাপন কমিটির অতিথিদের আপ্যায়ন করতে সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে হবিগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানকে চিঠি দেন ওসি কামাল।

চিঠিতে অতিথিদের আপ্যায়ন করতে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানি চাওয়া হয়।

এছাড়া আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানে তিনি একইভাবে চিঠি দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

তদন্ত কমিটির সদস্য খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, তদন্ত কমিটির হাতে তিন দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।