ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার আসামি নুর গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার আসামি নুর গ্রেপ্তার  গ্রেপ্তার : প্রতীকী ছবি

ঢাকা: রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী সন্ত্রাসী সংগঠন আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (১৫ অক্টোবর) কক্সবাজার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছে থেকে দেশি-বিদেশি অস্ত্রও উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দন সন্ত্রাসী সংগঠন আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান। সে রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।