ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙা থেকে কাভার্ডভ্যানসহ চালক অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
মাটিরাঙা থেকে কাভার্ডভ্যানসহ চালক অপহরণের অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা থেকে কাভার্ডভ্যানসহ চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা নিজেদের ন্যাশনাল মগ পার্টির সদস্য জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে মাটিরাঙার আশপাশে থেকে অপহরণের ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যানটিতে করে চট্টগ্রাম থেকে পণ্য পরিবহন করা হচ্ছিল।

খাগড়াছড়ি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও মেরেডিয়ান চিপসের ডিলার আমির হোসেন জানান, পণ্য নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিরাঙার সীমানা থেকে কাভার্ডভ্যানসহ চালক রিপনকে অপহরণ করা হয়েছে।

রিপনের বরাত দিয়ে আমির হোসেন জানান, অপহরণকারীরা ফোনকল করে নিজেদের ন্যাশনাল মগ পার্টি পরিচয় দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।  

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বাংলানিউজকে জানান, অপহরণের বিষয়টি তারা অবগত নন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।