ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রিপন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার রিপনের নামে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০২১ সালে একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছর আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন।
মামলার পর থেকে রিপন জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
পিএম/এমজেএফ