ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেল দিবসে আইসিটি বিভাগের বর্ণাঢ্য র‌্যালি  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেল দিবসে আইসিটি বিভাগের বর্ণাঢ্য র‌্যালি  

ঢাকা: ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয় বারের মতো নানা আয়োজনে জাতীয়ভাবে দেশব্যাপী শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হচ্ছে।  

বুধবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালির নেতৃত্ব দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি বিভাগ ও আইসিটি অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিশু কিশোররা এতে বেলুন,ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে আইসিটি টাওয়ারে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।