ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ 

রাঙামাটি: রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কাপ্তাই হ্রদে এ বাইচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বাইচে বড় নৌকা নারী বিভাগে সুমিতা ত্রিপুরা ও তার দল প্রথম; আলো ত্রিপুরা ও তার দল দ্বিতীয়; চিকনা ত্রিপুরা ও তার দল তৃতীয় স্থান অধিকার করেন।



ডিঙি নৌকাবাইচে নারী বিভাগে শর্মীলা ত্রিপুরা প্রথম, শেফালই চাকমা দ্বিতীয় এবং পদ্মাদেবী ত্রিপুরা তৃতীয় স্থান অধিকার করেন।  

পুরুষ বড় নৌকা বিভাগে চিরমণি ত্রিপুরা ও তার দল প্রথম, পংকর ত্রিপুরা ও তার দল দ্বিতীয় এবং প্রশান্তি ত্রিপুরা ও তার দল তৃতীয় স্থান অধিকার করেন।

পুরুষ সাম্পান বিভাগে মো. জামাল প্রথম, জলকান্তি ত্রুপুরা দ্বিতীয় এবং মো. জিহাদ তৃতীয় স্থান অধিকার করেন।  

প্রতিযোগিতায় গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।  

জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

এ প্রতিযোগিতায় প্রধান পৃষ্টপোষকতা করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।