ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
দাউদকান্দিতে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৩ প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপা দিয়ে বাস খাদে পড়ে গেছে। এতে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন উভয় যানবাহনের অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- দাউদকান্দির বারপাড়া গ্রামের রুফিয়া বেগম (৬৫), তার বোন ফজিলাতুন্নেছা আসিয়া (৬৮) ও ফজিলাতুন্নেছার পুত্রবধূ সুমাইয়া আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সেলিম রেজা জানান, ঢাকা থেকে কে কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে ওই মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে দাঁড়ানো অবস্থায় একটি ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। মরদেহ তিনটি থানায় আছে। সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।