ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৭ মামলার পলাতক শিবিরকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
পঞ্চগড়ে ৭ মামলার পলাতক শিবিরকর্মী গ্রেপ্তার

পঞ্চগড়: পঞ্চগড়ে সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ইসলামী ছাত্র শিবিরকর্মী নাজিম উদ্দিন (৩০) নামে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

 

এর আগে গত বুধবার (১৮ অক্টোবর) রাতে একটি বিশেষ টিমের সহায়তায় ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি ছাত্রশিবির কর্মী।

পুলিশ সুপার জানান, গত ২০১২-১৪ ও ১৫ সালে তার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের হয়। এর মধ্যে চারটি বিশেষ ক্ষমতা আইনসহ ষড়যন্ত্র ও অন্তঘাতমূলক কাজে জড়িত ছিল। এর পর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় চাকরির মাধ্যমে নিজেকে পলাতক হিসেবে আত্মগোপনে রেখেছিল নাজিম। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার তাকে গ্রেপ্তার করে পঞ্চগড়ে আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।