ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজায় দুই লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
দুর্গাপূজায় দুই লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

ঢাকা: শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি পূজা মণ্ডপে দুই লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।  

শুক্রবার (২০ অক্টোবর) থেকে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে মোতায়েন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) ও উপ-পরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আনসার-ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে তাদের মোতায়েন করা হয়।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সাত হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন বলেও যোগ করেন বাহিনীর এই কর্মকর্তা।  

মো. জাহিদুল ইসলাম বলেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, দেশের ৬৪ জেলায় যেকোনো আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪টি কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের 01777794483 ও 01777794484 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।