ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতিবাজদের আখড়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতিবাজদের আখড়া’

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দুর্নীতিবাজদের সরিয়ে জনকল্যাণমূলক পরিষদে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা মুক্তিযুদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, সহ-সভাপতি তপন কান্তি দে, সাবেক জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাবিল মিয়া, বীর মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রী সহ-সম্পাদক মো. হারুণ প্রমুখ।

রণ বিক্রম ত্রিপুরা বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে জানেন। তবে জেলায় মুক্তিযোদ্ধারা অবমূল্যায়নের শিকার। জনগণের উন্নয়নে জেলা পরিষদ গঠন করা হলেও এখন তা দুর্নীতিবাজদের আখড়া। সদ্য শেষ হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে খাগড়াছড়ি জেলা পরিষদে মহাসাগর চুরি হয়েছে বলেও মন্তব্য করেন।

সভা থেকে বক্তারা আসন্ন নির্বাচনে রণ বিক্রম ত্রিপুরাকে খাগড়াছড়ি আসনে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।