নীলফামারী: মাদকের ভয়াল থাবা থেকে নীলফামারীর সৈয়দপুরকে বাঁচানো ও মাদক কারবারিদের উচ্ছেদের দাবি নিয়ে মানববন্ধন করেছেন নারী, শিশুসহ এলাকাবাসী।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর উপজেলার শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ ও সচেতন এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে শতাধিক নারী, শিশু, শিক্ষার্থী, সংগঠনের সদস্যরাসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনের আহ্বায়ক মো. জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সোহেল সিদ্দিকি, সালমা খাতুন, মোছা. বকুল, পারভীন, মোছা. রীতা, সিতারা খাতুন, শাহজাদীসহ অন্যান্য মায়েরা বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সামিউল আলিম, জাভেদ, জুম্মান, জসিমসহ এলাকাবাসী।
বক্তারা বলেন, গোটা সৈয়দপুরে গোলাহাট এলাকা মাদকের যেন নিরাপদ রুট হয়ে গেছে। দিন দিন এই মাদককারবারিদের অপতৎপরতায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ পথহারা হচ্ছেন শত শত তরুণ -এটা মেনে নেওয়া যায় না। কবরস্থান গেট এলাকা, ২ নম্বর ক্যাম্প এলাকা, ফিরোজ হোটের পাশের এলাকাসহ গোলাহাটের এই মাদক কারবারিদের নির্মূল করা না গেলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে পড়বে।
মানববন্ধন থেকে সৈয়দপুরকে মাদক থেকে বাঁচাতে গোলাহাটের এই কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসআরএস