ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুর্ঘটনায় আহত চিকিৎসক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
ঢামেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুর্ঘটনায় আহত চিকিৎসক

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন তপন কুমার মণ্ডল (৩৮) নামে এক চিকিৎসক।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসক তপনের অবস্থা আশঙ্কাজনক। তিনি ভর্তি আছেন ঢামেকের পুরনো ভবনের জেনারেল আইসিইউতে।

তপন কুমার মণ্ডল আগে ঢাকা মেডিকেল হাসপাতালের সার্জারি বিভাগে দায়িত্বরত ছিলেন। দুর্ঘটনার আগ পর্যন্ত তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছিলেন।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. আলাউদ্দিন জানান, চিকিৎসক তপন কুমার মণ্ডল গোপালগঞ্জ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়।   উনার অবস্থা আশঙ্কাজনক। কখন তিনি দুর্ঘটনার শিকার হন জানা যায়নি।

ঢামেকে হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত তপনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, প্রাইভেটকারযোগে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তপন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলমও এ দুর্ঘটনার বিষয়টি জানান। তিনি বলেন, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। বিস্তারিত জানতে থানা পুলিশের সঙ্গে কাজ করছে হাইওয়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।