ঢাকা: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মন্ডল (৩৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২২ অক্টোবর) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন।
তিনি জানান, হাসপাতালের পুরাতন ভবনের আইসিইউতে রাত পোনে ৯টার দিকে তপন কুমার মারা যান।
এ দিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।
ডা. আলাউদ্দিন জানান, যতটুকু জানা গেছে চিকিৎসক তপন কুমার মন্ডল গোপালগঞ্জ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত হন। তবে কখন এই দুর্ঘটনা ঘটে জানা যায়নি। তিনি আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। পরে গোপালগঞ্জের একটি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় কবলে পড়েন তিনি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, কাশিয়ানী গেরাখোলা এলাকায় একটি প্রাইভেট কার দুর্ঘটনায় কবলিত হয়। এতে একজন আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য থানা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন:
ঢামেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুর্ঘটনায় আহত চিকিৎসক
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এজেডএস/এমজেএফ