ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরায়েল ছবি: বাংলানিউজ

ঢাকা: সম্প্রতি ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, তেল, গ্যাস ও ওষুধ সামগ্রীর সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বলে দাবি করেছে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটি।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর, জায়নবাদী ইসরায়েল নিপাত যাক’ শিরোনামে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

গাজায় ইসরায়েলি জায়নবাদীদের নির্বিচারে হত্যা ও নির্মম আগ্রাসনের শিকার হওয়া মানুষের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইসরায়েলিদের নির্বিচার হত্যাযজ্ঞ একটি চরম মনবতাবিরোধী অপরাধ। আমরা অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি।

বক্তারা বলেন, ইসরায়েলি হানাদার বাহিনী অবরুদ্ধ গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, তেল, গ্যাস, ওষুধ সামগ্রীর সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরায়েলের এই মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একমাত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণের স্থায়ী সমাধান সম্ভব।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আজাদ। সঞ্চালনা করেন শ্রমিক নেতা বাদল খান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট সভাপতি আব্দুল কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক জোটের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।