ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মিলন পাটোয়ারী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

মিলন পাটোয়ারী লালমনিরহাট পৌরসভার বিডিআর রোড এলাকার বাসিন্দা। তিনি তিস্তা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের ছোট ভাই।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুর নবি জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে ঢুকছিল এসময় ওই ট্রেনে কাটা পড়েন মিলন পাটোয়ারী নামে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এদিকে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করার পর ওই লাইনে ট্রেন যোগাযোগ সচল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।