খুলনা: ইলেকশন রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খুলনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে মহানগরীর একটি হোটেলের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নিউজ নেটওয়ার্ক।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ফিরোজ শাহ।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সাংবাদিক শারমিন রিনভী, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চিফ গৌরাঙ্গ নন্দী।
স্বাগত বক্তব্য দেন নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শহীদুজ্জামান। উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জিয়াউর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী ও সংবাদ সংস্থা ইউএনবিরর খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম ও প্রশিক্ষক সমন্বয়কারী মো. জিয়াউর রহমান।
কর্মশালায় খুলনার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের ২০ সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালা শেষ হবে বুধবার (২৫ অক্টোবর)।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমআরএম/এসআইএস