ভৈরব (কিশোরগঞ্জ) থেকে: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ স্বজনদের খোঁজে ঘটনাস্থলে এসেছেন পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠছে আশপাশের পরিবেশ।
সোমবার (২৩ অক্টোবর) ভাইয়ের খোঁজ নিতে আসা ভৈরবের আগানগর এলাকার বাসিন্দা আকরাম হোসেন বলেন, আমার বড় ভাই বিদেশ যাবে বলে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ শুনি ট্রেন দুর্ঘটনা। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। অনেক খোঁজ করেও কোথাও তার সন্ধান পাচ্ছি না।
নানীর খোঁজ নিতে আসা মো. সফিকুল হোসেন বলেন, আমার নানী ঢাকায় পরিবার নিয়ে থাকেন। আমাদের বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন। আজকে ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য এগারসিন্ধু ট্রেনে রওনা দেন। স্টেশন অতিক্রম করার পর শুনি দুই ট্রেনের সংঘর্ষ। এখন আমার নানীর সন্ধান পাচ্ছি না। জানি না বেঁচে আছে না মরে গেছে।
ভৈরব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য নাজমুল হক বলেন, আমরা ঘটনার পর থেকে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে গিয়েছি। গুরুতর আহতদের রক্তের ব্যবস্থা করছি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
মেহেদী নূর/এসআইএ