ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
গোপালগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস ও মাছ বোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোস‌লেম শে‌খের ছে‌লে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪০) ও ফজল শে‌খের ছে‌লে পিকআপভ্যান চালক শফিকুল ইসলাম (২৫)। এদের দুজনেরই বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মাছ বোঝাই একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে পিকআপভ্যানের চালক ও মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় আহত হয় বাসের সাত যাত্রী।  

তি‌নি আরও জানান, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।