ঢাকা: দেখতে দেখতে ১৩টি বছর কাটিয়ে দিয়েছে জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’। ২৪ অক্টোবর সংবাদপত্রটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ভবনে পত্রিকাটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে ডেইলি সানকে নানা প্রতিষ্ঠান এবং সংস্থা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এগুলোর মধ্যে ছিল দেশের স্বনামধন্য সর্ববৃহৎ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জুয়েল মাজহার বলেন, ডেইলি সান বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি দৈনিক পত্রিকা। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি দেশবাসীকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আসছে। পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
এ সময় বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, নিউজরুম কো-অর্ডিনেটর শারমীনা ইসলাম, ডেপুটি চিফ অব করেসপন্ডেন্টস এস এম এ কালাম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট তৌহিদুর রহমানসহ ডেইলি সান এবং বাংলানিউজের সাংবাদিক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান। এরপর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি জয় করে নিয়েছে লাখ লাখ পাঠকের হৃদয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ইএসএস/এসআইএস