ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে রাঙামাটিতে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটেছে।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার বিভিন্ন মন্দিরের পূজারি এবং ভক্তকুলেরা মিলে ঢোলের তালে তালে হ্রদে দেবী দুর্গার বিসর্জনে অংশ নেন।

দুর্গার বিসর্জন দেওয়ার আগে গাড়িবহর নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে আনন্দ উল্লাস করেন ভক্তরা এবং বিদায় লগ্নে দেবী দুর্গার আরাধনায় মগ্ন হয়।

দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙামাটিতে চলতি বছরের ২০অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা করা হয়। পূজোর পুরো সময় স্থানীয় প্রশাসনের নিরাপত্তা জোরদার ছিল। যে কারণে অন্যান্য বারের মতো এ বছরেও সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি পার্বত্যাঞ্চলের অন্যান্য সম্প্রদায়ের লোকজন এ উৎসবে সাড়ম্বরে আনন্দ উপভোগ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।