ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেলায় গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
মেলায় গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বগুড়া: জেলার সদর উপজেলায় বিজয়া দশমীর মেলা দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় উম্মে কুলসুম (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার চেলোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে কুলসুম বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা মালীপাড়া এলাকার মাদরাসা শিক্ষক মাহফুজার রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উম্মে কুলসুম দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) শহরের চেলোপাড়ায় তার মামাবাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুর ১টার দিকে সে চেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেলায় ঘোরাফেরা করছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কুলসুমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবার হাসপাতাল থেকে মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।