ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় গাঁজাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ভাঙ্গায় গাঁজাসহ নারী আটক

ফরিদপুর: জেলার ভাঙ্গায় চার কেজি গাঁজাসহ মোমেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ডলফিন নামের একটি পরিবহন থেকে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।

আটক নারী দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মৃত মনছের আলীর মেয়ে।

জানা যায়, ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ডলফিন পরিবহন থেকে মোমেনা বেগমের (৩৫) ব্যাগ থেকে এক লাখ টাকা মূল্যের চার কেজি গাঁজাসহ আটক করে র‍্যাব। পরবর্তীতে র‍্যাব-১০ এর সদস্য আ. রাজ্জাক মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।