ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কাকরাইলে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ, বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
কাকরাইলে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ, বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আটক

ঢাকা: রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনে অভিযানে গেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে টার্গেট করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে ডিবি।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা এসে যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, এ জন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫-২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়।

পরে কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েকশ’ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল, ডাল ও ইট পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

মহাসমাবেশকে কেন্দ্র করে তারা নাশকতা করতে চেয়েছিল কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তারা যদি মহাসমাবেশেই আসবে তাহলে রড ও ককটেল নিয়ে আসবে কেন। সমাবেশকে কেন্দ্র করে তাদের নাশকতার পরিকল্পনা ছিল কি না জানি না। তদন্ত করে দেখা হবে।  

ককটেল বিস্ফোরণে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
পিএম/এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।