ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিভিন্ন স্থানে তল্লাশি, পরিবহন সংকটে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
গাজীপুরে বিভিন্ন স্থানে তল্লাশি, পরিবহন সংকটে ভোগান্তি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়সহ বিভিন্ন এলাকায় চলছে পুলিশের তল্লাশি। মহাসড়কে দূরপাল্লার বাস নেই বললেই চলে।

এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অবস্থা দেখা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা। ভোর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি গতিরোধ করে সন্দেহভাজনদের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে গাজীপুরের দিকে ভোগড়া পর্যন্ত যানবাহন চলাচল নেই বললেই চলে। হঠাৎ দুয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করছে। চন্দ্রা-নবীনগর সড়কের যাত্রীদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া যানবাহন নেই বললেই চলে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি করছে।

গত বৃহস্পতিবার গাজীপুর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার সকাল থেকেই চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লোকাল ও দূরপাল্লার বাস খুব কম চলাচল করছে। তবে হাইওয়ে পুলিশ কোথাও তল্লাশি করছে না। এদিকে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী, নাওজোর এলাকায় কিছু শ্রমিক বিক্ষোভ করছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।