ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাজেক যেতে বাধা নেই পর্যটকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
সাজেক যেতে বাধা নেই পর্যটকদের সাজেক ভ্যালি

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে রিসোর্টগুলোতে অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই আদেশ দেওয়ার পর আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সেটি প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

 

এদিকে ঘটনার দিন সকালে যাওয়া পর্যটকদের অধিকাংশ বিকেলে ফিরেছেন। অক্ষত কটেজ-রিসোর্টের পর্যটকরা মঙ্গলবার সকালে ফিরে এসেছেন।

টানা প্রায় আট ঘণ্টা ধরে আগুনে পুড়ে রুইলুইয়ের বিশাল জায়গা এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। স্থানীয় ও ব্যবসায়ীদের ক্ষতি দেখে দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্তরা।  বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির দপ্তর সম্পাদক জিয়াউল হক বলেন, সাজেকে মোট ১২৬টি কটেজ-রিসোর্ট রয়েছে। এরমধ্যে ৩৪টি পুড়েছে।

বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, যাদের কটেজ-রিসোর্ট-রেস্তোরাঁ আগুনে পুড়েছে তারাতো ক্ষতিগ্রস্ত। এখন পর্যটকদের নিরুৎসাহিত করলে যাদের প্রতিষ্ঠান অক্ষত আছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই সবার মতামত নিয়ে পর্যটকদের ভ্রমণে প্রশাসন যে নিরুৎসাহিত করা হয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।