ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘বিএনপিকর্মীরা পুলিশের ওপর হামলা, প্রধান বিচারপতির বাড়িতে ভাঙচুর করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
‘বিএনপিকর্মীরা পুলিশের ওপর হামলা, প্রধান বিচারপতির বাড়িতে ভাঙচুর করেছে’ ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এরপর আমরা তাদের সরিয়ে দেই। পরে তারা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আগুন দেন ও প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মতিঝিলে জামায়াতের সমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, জামায়াত শান্তিপূর্ণ সমাবেশ করলে আমরা কিছু বলবো না। কিন্তু সেখানেও তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি বলেন, সরকারি ভবনে আগুন-বাসে আগুন, যারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।