ঢাকা: ঢাকায় রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানীর ঘটনায় গভীরভাবে মর্মাহত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (২৯ অক্টোবর) ইইউয়ের ঢাকা মিশন মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বার্তায় এ কথা জানানো হয়।
ওই বার্তায় বলা হয়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতার ঘটনায় গভীরভাবে মর্মাহত। অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক সহিংসতা হয়। একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
টিআর