ঢাকা: বিএনপির সমাবেশের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্য হত্যা ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।
রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে সভাপতি মিজানুর রহমান মামুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী এই মিছিলে অংশ নেন।
এর আগে একই এলাকায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করে বিএনপিপন্থী আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়ার নেতৃত্বে এই মিছিল বের হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে আসে। এ সময় পুলিশ আদালতের প্রধান ফটক আটকে দেয়। বেশ কিছুক্ষণ তারা এ সময় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর রোববার হরতালের ডাক দেয় বিএনপি। অপরদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি উন্নয়ন ও সমাবেশ করে। একইদিনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও দলের আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতাকর্মীদের মুক্তি দাবিতে মতিঝিলের আরামবাগ এলাকায় সমাবেশ করে উচ্চ আদালতের আদেশে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী। তারাও হরতালের ডাক দেয়।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
কেআই/এমজে