ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্ততার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
মাগুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্ততার ৩

মাগুরা: মাগুরায় হরতাল চলাকলে শহরের ভায়না মোড় এলাকায় এসবি পরিবহন নামে বাসে আগুন ও ভাংচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারে ৪৫ জনের নাম উল্লেখসহ আরও  ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

সোমবার(৩০ অক্টোবর) মামলাটি দায়ের করেছেন এসবি পরিবহনের মালিক মোশারফ হোসেন। পুলিশ এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন, পারন্দুয়ালী গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার ছেলে মো: আমিরুল ইসলাম (৪৯),বরুনাতুল গ্রামের রোকন বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩৮),ইছাখাদা গ্রামের মৃত হামেদ বিশ্বাসের ছেলে অক্তার বিশ্বাস।

মাগুরা সদর থানার (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রোববার শহরের ভায়না মোড় এলাকায় হরতাল সমর্থনকারী বিএনপি দলীয় নেতাকর্মীরা এসবি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগ্নিসংযোগ ও ভাংচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির মালিক মোশারফ হোসেন রোববার সকালে বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।